ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কার খালের পানিতে পড়ে জুলেখা বেগম (৬২) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। সে রাজধানী ঢাকার গুলশান এলাকার বারিধারা কোকাকোলা ৪৩২ কাঁচাবাজার এলাকার আব্দুল আলীমের স্ত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত বুধবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে নিজের প্রাইভেট কার যোগে ঢাকা থেকে সুনামগঞ্জের নবীরনগর আতিĄয়ের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল আলীম। বেড়ানো শেষে শুক্রবার সকালে ঢাকা ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো-গ-২৫-১৮২২)টি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় হাতপাড় নামক খালের পানিতে। এসময় প্রত্যক্ষদর্শীরা এলাকার যুবকরা এগিয়ে এসে কারের গ্লাস ভেঙ্গে চালকসহ একই পরিবারের ৭সদস্যকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলীমের স্ত্রী জুলেখা বেগমকে স্থানীয় ˆকতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী চেচান গ্রামের মৃত ফরিদ মিয়া তালুকদারের পুত্র হাফেজ রফিকুল ইসলাম তালুকদার বলেন, তাৎক্ষনিক যুবকরা এগিয়ে না আসলে গাড়িটি গভীর পানির নীচে ডুবে গিয়ে পরিবারের সকলের প্রাণহানী ঘটতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করেছেন। চালকসহ তারা সবাই একই পরিবারের সদস্য ছিল। হাসপাতাল থেকে মহিলার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।