স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ১৫ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তীব্র প্রতিদ্বন্ধিতা করে নির্বাচিত হয়েছেন ১৫জন সাধারণ সদস্য ও ৫জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে বিজয়ী হলেন, আবুল হোসেন খাঁন, ২ নং ওয়ার্ডে মোজ্জাম্মেল হোসেন রুকন, ৩ নং ওয়ার্ডে শামীম আহমদ মুরাদ, ৪ নং ওয়ার্ডে আব্দুল মুুকিত চৌধুরী, ৫ নং ওয়ার্ডে শামছুজ্জামান শাহ, ৬ নং ওয়ার্ডে সৈয়দ তারিক হাসান দাউদ, ৭ নং ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে নাজমুল হক, ৯ নং ওয়ার্ডে আবু আব্দুল্লাহ চৌধুরী, ১০ নং ওয়ার্ডে মাহতাব হোসেন সমুজ, ১১ নং ওয়ার্ডে সৈয়দ ছাবির মিয়া, ১২ নং ওয়ার্ডে আব্দুল আজাদ, ১৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সেলিম, ১৪ নং ওয়ার্ডে মো. আজমল হোসেন এবং ১৫ নং ওয়ার্ডে আব্দুস শহিদ মুহিত নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সেলিনা বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে ফৌজী আরা শাম্মী, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ফারহানা ইয়াসমীন সীমা, ১০, ১১, ১২ নং ওয়ার্ডে সাবিনা সুলতানা এবং ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে নূরুন্নাহার চিনু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষনা করেন।