মো আব্দুল শহীদ:
বাংলাদেশ আওয়ামীলীগ রঙ্গাঁরচর ইউনিয়ন শাখার ৬৫ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় ইউনিয়নের (বনগাওঁ) বাজার সংলগ্ন মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তাবিত কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দরা। রঙ্গাঁরচর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো আব্দুল হেকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো মোবারক হোসেন, সাংগটনিক সম্পাদক মো আনোয়ারুল হক, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো মোখসেদ আলী, সাবেক শিক্ষানুরাগী আব্দুর রশিদ, সাবেক মেম্বার খোকন মিয়া। ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা হলেন,সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো আবুল কালাম, সাবেক সহ-সভাপতি বর্তমান সভাপতি প্রার্থী মো আব্দুল করিম, ভারপ্রাপ্ত সভাপতি আর্সাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম, শরীফ উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন, ৫ নং-ওয়ার্ড সভাপতি ইউপি-সদস্য সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মনির উদ্দীন, ৮ নং- ওয়ার্ড সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া, যুবলীগ সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা আক্কাস মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড রঙ্গাঁরচর ইউনিয়ন শাখার সভাপতি সমুজ আলী। ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী মো আবুল কালাম সমর্থকরা মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার প্রদক্ষিণ শেষে সম্মেলনে যোগ দেন। সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ সহ অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নব্য আওয়ামীলীগার ও সুবিধা ভোগী লোকদের কমিটিতে স্থান নেই। স্বাধীনতা বিরোধী লোকজন যাতে কমিটিতে জায়গা না পায়।