স্টাফ রিপোর্টার::
বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সুনামগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির সকল সদস্যবৃন্দ পূর্ণ দিবস কর্মবিরতি সকাল ০৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করেই পালন শুরু করেছে। সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস, সহ-সভাপতি সত্যজিত চৌধুরী মৃদুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ১৩-১৬ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সহকারী সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের দাবি একটাই, সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও বেতন গ্রেড পরিবর্তন চাই।