সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযান অনুষ্টিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সার্বিক সহযোগীতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন, বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ। জানাযায়, ৬৪ জেলার ছোট নদী, খাল, জলাশয় পুন: খনন প্রকল্প এর আওতায় খাল/নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অনুষ্টিত হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, মোঃ হাসান আব্দুল আল মাহমুদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলন, নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ পওর বিভাগ-১, বাপাউবো, সুনামগঞ্জ, মোঃ সবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা ভূমি অফিস জামালগঞ্জ এর সার্ভেয়ার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।