তাহিরপুর প্রতিনিধি
হাওরে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ও মৎস্য সম্পদ রক্ষায় তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরে কয়েক লক্ষাধিক পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্য সম্পদ বৃদ্ধি ও ইজারাদারের পাশাপাশি হাওরের জেলেরাও কিছু উপকৃত হওয়ার উদ্দেশ্যই এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা বিলে পোনামাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন। উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক তালুকদার।
মাটিয়ান হাওরের ইজারাদার ইউছুব আলী বলেন, আগের মত এখন আর হাওরে মাছ পাওয়া যায় না। মাছ উৎপাদনের স্বার্থে ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় কয়েক লক্ষাধিক পোনামাছ অবমুক্ত করা হয়েছে।