তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা বৃহৎ মাটিয়ান হাওরের ৬০ নং প্রকল্পের ফসল রক্ষা বাঁধ নির্মাণে চরম গাফিলতি ও পিআইসি সভাপতি আবুল খায়ের এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের অভিযোগ উঠেছে।
কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা অনুযায়ী ফসলরক্ষা বাঁধ তৈরীর নির্ধারিত শেষ সময় ছিল আজ ২৮ ফেব্রয়ারী।
শুক্রবার দুপুরে সরেজমিনে মাটিয়ার হাওরের ৬০ নং প্রকল্পে গিয়ে দেখা যায়, মাটিয়ান হাওরের বোরো ফসল রক্ষায় এ বাঁধটি খুবই গুরুত্বপুর্ন। কিন্তু সরকার নির্ধারিত বাঁধ নির্মাণ কাজের শেষ দিনে যেন এ বাঁধ নির্মাণ কাজ সবে মাত্র শুরু হয়েছে। এ সময় বাধেঁর পাশে উপস্থিত একাধিক কৃষক জানান, বাঁধ নির্মাণে পিআইসি সভাপতি আবুল খায়ের চরম গাফিলতি শুরু করছেন। তিনি বড় ব্যাবসায়ী সবসময় সুনামগঞ্জে থাকেন উনাকে এই বাঁধ নির্মানের দায়িত্ব দিলেও তিনি অন্য লোকজন দিয়ে বাঁধের কাজ শুরু করেছেন।
স্থানীয় কৃষক আবুল মিয়া বলেন, মাটিয়ান হাওরের বোরো ফসল রক্ষায় এ বাঁধটি খুবই গুরুত্বপুর্ন। যেখানে অন্যান্য বাঁধের কাজ প্রায় শেষ পর্যায় সেখানে এই বাঁধটি দু একদিন ধরে কাজ শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ৬০ নং প্রকল্পের বাঁধ সংশ্লিষ্ট কৃষকরা বার বার পিআইসি সভাপতি আবুল খায়েরকে বাঁধ নির্মাণ কাজ শুরু করার তাগিত দিলেও তা আমলে না নিয়ে উল্টো কৃষকদের বিভিন্ন হুমকি প্রদান করেন। এ জন্য কৃষকরা ভয়ে এই বাঁেধর বিষয়ে আর কিছু বলেন না।
এ বিষয়ে পিআইসি সভাপতি আবুল খায়ের বলেন, ৭/৮ দিনে মধ্যে আমার বাঁধের কাজ শেষ হয়ে যাবে। যাদেরকে মাটি কাটার দায়িত্ব দিয়েছিলাম তারাই মুলত বাঁধ নির্মান কাজটা দেরীতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারি প্রকৌশলী ইমরান হোসেন জানান, মাটিয়ান হাওরের ৬০ নং প্রকল্পের কাজটি দ্রুত শেষ করার জন্য পিআইসি সভাপতিকে তাগিদ দেওয়া হয়েছে।