শাল্লা প্রতিনিধি::”ভোটার হয়ে ভোট দেব/দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২রা মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর মশিউর রহমানের সঞ্চালনায়
উক্ত আলোচনা সভায় ভোটার বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান, উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম প্রমূখ।
এছাড়া সভায় উপজেলা নির্বাচন অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ ফেরদৌস আলম চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।