স্টাফ রিপোর্টার::
বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো না হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, সহসভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা আতম মিসবাহ প্রমুখ।