স্টাফ রিপোর্টার::
ছাত্র লীগ নেতা রাকিব ও রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তিসহ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে জেলা ছাত্র লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা ও ইউনিট থেকে এসে ছাত্র লীগ নেতাকর্মীরা যোগ দেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদসভায় মিলিত হয়। বক্তারা অবিলম্বে ছাত্র লীগ নেতা রাকিব ও রাসেলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবিসহ সারাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।