স্টাফ রিপোর্টার::
আগামী ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে সুনামগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আলফাত উদ্দিন স্কয়ারে এই সমাবেশে সরকারি বেসরকারি বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের সঞ্চালনায় নারী সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকা বিভাগের উপ পরিচালক এমরান হোসেন। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়য় অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার সহকারি প্রোগ্রামার ওদা বিপ্লব সরকার, ও জেলা কর্মকর্তা শামসুল হক, নারী নেত্রী জোস্না বেগম প্রমুখ।
নারী সমাজ বির্নিমানে নারীদের অবদানের বিষয়ে গুরুত্বারুপ করে এসময় বক্তারা বলেন, আদিমকাল থেকে নারীরা পুরুষের সাথে কাদে কাদ মিলিয়ে সমাজ উন্নয়নে কাজ করছেন। পুরুষ শাসিত সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকার মজিব বর্ষে নারী উন্নয়নে কাজ নানাবিদ উদ্যোগ গ্রহণ করছেন বলে জানান তারা।