বিশেষ প্রতিনিধি::
বাউলদের অসাম্প্রদায়িক গান ও তত্ত্বকথায় সুনামগঞ্জের উজানীগাওয়ে ‘মনের মানুষ অতি ধারে’ স্লোগানে ‘মানুষ উৎসব’ পালিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে বাউল মহাজনরা গানে ও সুরে মানুষের বন্দনা করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বাউলরা গানে গানে মানুষের মনুষ্য-মহাতœ্য বর্ণণা করেন। মানুষ উৎসবে আসা অগুনতি মানুষ বাউল মহাজনদের মনীষা আস্বাদনের পাশাপাশি সাধুসঙ্গ অর্জন ও উযদযাপন করেন রাতভর। রাতভর পালাক্রমে বাউল গানের পাশাপাশি মানুষের মহাতœ্য বন্দনা করেন সাধুরা।
দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাঁওয়ে বাউল লাল শাহ সঙ্গীতালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মানুষ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল মহাজন, সাধুসহ দর্শকরা উপস্থিত হন। অনুষ্ঠানের আহ্বায়ক বাউল লাল শাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মানুষ উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও গবেষক এবং সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, কবি ও অনুবাদক জাহেদ আহমদ, প্রভাষক এনামুল কবীর, কবি মালেকুল হক, কবি ও গীতিকার মাসুক ইবনে আনিস, সাংবাদিক ও পরিবেশকর্মী আশরাফুল কবির, মিউসিক কম্পোজার অসীম দাস, কবি আলফ্রেড আমেন, কবি ও সাংবাদিক শামস শামীম, কবি বিমান তালুকদার, আর্টিস্ট সত্যজিত চক্রবর্তী রাজন, কবি ও গীতিকার মেকদাদ মেঘ, শাহ আবদুল করিম পরিষদ দক্ষিণ সুনামগঞ্জের আহ্বায়ক শাহজাহান, বাপন তালুকদার প্রমুখ, প্রবাসী গীতিকার দিলাউর রহমান মুজিব।
রাতভর মানুষ উৎসবে মানুষের মহাতœ্য নিয়ে রচিত গান পরিবেশন করেন বাউল মহাজন মকদ্দস আলম উদাসী, বাউল শাহ আবদুর রাহমান, বাউল সোবান উদ্দিন, বাউল বিরহী কালা মিয়া, বাউল শাহজাহান, নন্দলাল ঘোষ প্রমুখ।