বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই বিলের ইজারাদারের লোকদের হাতে নিহত মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের যুবলীগ কর্মী আলীম তালুকদারের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে এসে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এলাকাবাসী এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে পুলিশ সুপারের কার্যালয়ে এসে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ক্ষুব্দ এলাকাবাসী অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষজন অংশ নেন।
শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় সমাজসেবী মোবাশ্বীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নিহত আলীম তালুকদারের ভাই সেলিম তালুকদার, মোস্তফা মিয়া, মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা তৈয়বুর রহমান লিটন, রেদু মিয়া, মিয়াফর আলী, আব্দুল মনাফ, ওয়াজিদ আলী, মানিক মিয়া, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন খুনিরা প্রভাবশালী হওয়ায় তারা নানাভাবে হুমকি ধমকি দিয়ে মামলাটি ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র করছে। এই খুনিরা যাতে কোনভাবে রেহাই না পায় সেজন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে জলমহাল দখল নিয়ে বড়দই বিলের ইজারাদার সৈয়দ মনোয়ার হোসেনের লোকদের হাতে তার বিলের খলাঘরে এনে বেধড়ক মারধর করা হয় যুবলীগ কর্মী আলিম তালুকদারকে। নির্যাতনকারীরা তার একটি হাত ও পা ভেঙ্গে দিয়ে বুটপায়ে বুকের ওপরে ওঠে আঘাত করে। ঘটনার দুইদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় বড়দই বিলের ইজারাদার সৈয়দ মনোয়ার হোসেনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।