স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিদেশ ফেরত আরো চারজন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে জগন্নাথপুরে ৩জন ও জামালগঞ্জে ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় সদ্য বিদেশ থেকে ফেরত ১৪জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জগন্নাথপুরের তিনজন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এবং জামালগঞ্জের ১জন মধ্যপ্রাচ্য থেকে এসেছেন। তাদেরকে ১৪ দিন কঠোরভাবে হোমকোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাছাড়া স্বজনদেওর সাবধানে থাকতে বলেছেন। এ বিষয়ে সকলকে সচেতন হয়ে চলাফেরার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।