স্টাফ রিপোর্টার::
বহুল আলোচিত জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে নির্মিতব্য সেতুর উদ্বোধন করতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৪ জানুয়ারি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে আসছেন।
বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নানের ব্যক্তিগত সহকারি আবুল হাসনাত এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, মন্ত্রী কুশিয়ারা নদীর উপর নির্মিত রাণীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।