ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে হোম কোয়ারান্টাইনে না থেকে অবাধে ঘুরাফেরা করার দায়ে সদ্য সৌদি আরব থেকে দেশে আসা এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলার হাসাবাজ বারে এই এই দণ্ড দেওয়া হয়।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির জানান, বুধবার বিকালে করোনাভাইরাস সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার অভিযানে নামে প্রশাসন। হাসনাবাজ বাজারে গেলে স্থানীয়ারা জানান সৌদি ফেরত এক ব্যক্তি হোম কোয়ারান্টাইনে না থেকে এলাকায় অবাধে ঘুরাফেরা করছেন। তাকে খোঁজে বের করে সতর্ক করে দিয়ে কোয়ারান্টাইনে যেতে বলা হলে তিনি অনুরোধে কর্ণপাত করেননি। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।