স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৭১’র ঘাতক দালাল নির্মূল পুনর্গঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় পুরাতন বাসস্টেশনস্থ আলফাত ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
পুনর্গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক আবু সুফিয়ান। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর ও অ্যাডভোকেট রুহুল তুহিন। সদস্য সচিব হয়েছেন লেখক-প্রভাষক এনামুল কবির। কমিটির সদস্যবৃন্দ হলেন অ্যাডভোকেট সালেহ আহমদ, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট ও লেখক কল্লোল তালুকদার চপল, জাহাঙ্গীর আলম (১), শামস শামীম, সালেহীন চৌধুরী শুভ, রইসুজ্জামান, তারেক চৌধুরী, আকবর হোসেন, এমরানুল হক চৌধুরী, নূরজাহান বেগম, জাহাঙ্গীর আলম (২) এবং গাজী আফজাল হোসেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মুল কমিটির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সালেহ আহমদ।
সভায় আগামী ১৯-২০ অনুষ্ঠিতব্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের পাশাপাশি প্রতিটি উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।