স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে সরকার সবধরণের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সভা সমাবেশ নিষিদ্ধ করলেও তা প্রত্যাখান করে সদর উপজেলার জয়নগরবাজারে একটি চক্র ওয়াজ মাহফিলের দুদিন ব্যাপী আয়োজন করেছিল শুক্রবার ও শনিবার। এই ঘটনায় আতঙ্কিত হয়ে এলাকাবাসী প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওয়াজ মাহফিল বন্ধের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের অবিলম্বে আয়োজন বন্ধের নির্দেশনা দেন।
উল্লেখ্য জয়নগরবাজারের ওই ওয়াজ মাহফিলের নামে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয় বলে অভিযোগ আছে। তাছাড়া করোনা মহামারির কালে এমন আয়োজন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল।