বিশেষ প্রতিনিধি::
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে আরো ৪৮জন বিদেশফেরত ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে সারা জেলায় ৪৩জন হোমকোয়ারেন্টাইনে ছিলেন। সব মিলিয়ে শুক্রবার জেলায় সর্বমোট ৯১জন হোমকোয়ারেনটাইনে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ৫টি উপজেলায় ৪৮জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ১৬জন, জামালগঞ্জে ৯জন, দক্ষিণ সুনামগঞ্জে ১৯জন, বিশ্বম্ভরপুরে ৩জন এবং ছাতকে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, ধর্মপাশা ও তাহিরপুরে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। এদিকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, প্রতিদিনই প্রবাসীরা দেশে আসছেন। তারা দেশে এসে কোন নিয়ম মানছেন না। যার ফলে আতঙ্কে আছেন সাধারণ মানুষজন।
ডসভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, জেলায় সর্বমোট ৯১জন হোমকোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪৮জনকে হোমকোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। প্রবাসীরা যাতে প্রকাশ্যে আসতে না পারেন সেজন্য পরিবার ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিসহ ওয়ার্ড কমিটি এবং প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।