ছাতক প্রতিনিধি::
করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অধিক দামে বিক্রি করছেন।
এসময় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জনিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এ যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস পার্দুভাব দেখার পর থেকে কিছু অসাধু ব্যবসায়ি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অধিক দামে বিক্রি করছেন। এই অপতৎপরতা টেকানোর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, পাইকারী ৪০ টাকা দরে কেনা পেঁয়াজ ৬০ থেবে ৬৫ টাকা দরে বিক্রি করছিলেন কোনো কোনো ব্যবসায়িরা। অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।