স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন সুনামগঞ্জের চিকিৎসকরা। সোমবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিনের নেতৃত্বে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা করোনাভাইরাস সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা জনগনের উদ্দেশ্যে সচেতনতামূলক কথাবার্তাও বলেন।
সোমবার দুপুরে সিভিল সার্জন ডাঃ মো. শামস উদ্দিনের নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট ও বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত গাউন, মাস্ক ও গ্লাভস পড়ে লিফলেট নিয়ে প্রচারণায় নামেন ডাক্তারবৃন্দ। তারা হেটে হেটে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে ভিড় এড়িয়ে অবস্থান করার আহ্বান জানান। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ খালিদ বিন লুৎফুর, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, ২৫০ সয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার সজীব কবির ভূইয়া প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলায় সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ সামছুদ্দিন বলেন, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সারা বিশ্বের ন্যায় আমরাও ঝূকিতে আছি। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা জনগণনে সচেতন করতেই প্রচারণায় নেমেছি। তিনি বলেন, সাধারণ জনগনের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হয়ে সম্মিলিতভাবে সচেতন হয়ে কতরোনা মোকাবেলায় কাজ করতে হবে আমাদের।