স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ৬৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ২৯৭জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হওয়ায় ৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, বিশ্বম্ভরপুরে ৫ জন, তাহিরপুরে ৩ জন, দিরাইয়ে ৬ জন, ছাতকে ১০ জন, জগন্নাথপুরে ২৭ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৩জনসহ সর্বমোট ৬৫জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০ সয্যার আইসোলেশনের পাশাপাশি নবনির্মিত বিভাগীয় পুষ্টি অফিসকেও আইসোলেশনের জন্য প্রস্তুত রেখেছে প্রশাসন।