স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ১০১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের জনগণের সহায়তায় হোম কোয়ারেন্টাইনে নিয়ে এসেছে প্রশাসন। এ পর্যন্ত জেলায় মোট ৩৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদিকে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় ৫৩জনকে হো কোয়ারেন্টাইন ছাড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদরে ৬ জন, দোয়রাবাজারে ৪ জন, দিরাইয়ে ৩৫ জন, ধর্মপাশায় ৪ জন, ছাতকে ৮ জন, জগন্নাথপুরে ৪২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ২জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে।