জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ‘লকডাউন’ করা হয়নি।
গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম এ তথ্যে চিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্ব দিয়ে আমরা মাঠে কাজ করঠি। গতকাল দুপুর থেকে জগন্নাথপুরের হাটবাজারের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। তবে ঔষধ ও নিত্যপন্যের দোকান খোলা রয়েছে। জগন্নাথপুর উপজেলাকে ‘লকডাউন’ করা হয়নি। গুজবে কান না দেয়ার জন্য তিনি সবাইকে আহবান জানান।
প্রসঙ্গত. গতকাল দুপুর থেকে গুজব ছড়িয়ে পরে জগন্নাথপুর উপজেলা লকডাউন করা হয়েছে। যার কোন সত্যতা পাওয়া যায়নি।