স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনপুর গ্রামের উদীয়মান যুব নেতা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম। মোহনপুর গ্রামবাসী ও অভিভাবকদের সর্বসম্মতিতে তিনি গতকাল শনিবার সভাপতি মনোনীত হয়েছেন। গ্রামবাসী তাকে সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করায় তিনি সবার পতি কৃতজ্ঞতা জানান।
এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, কাজী শামসুল হুদা সুয়েল, সমসুন্নুর মেম্বার প্রমুখ। সাধারণ সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবকবৃন্দ পিছিয়েপড়া এই বিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নবননির্বাচিত সভাপতির সহযোগিতা চেয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি স্কুলের পাঠদানে শৃঙ্খলা আনতে শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন। তিনি তাদেরকে আন্তরিকভাবে ও যথা সময়ে সঠিকভাবে পাঠদানের অনুরোধ জানিয়েছেন।