হাওর ডেস্ক ::
নভেল করোনাভাইরাসের মহামারী রুখতে নানা ধরনের বিধিনিষেধে জীবনযাত্রা স্থবির হয়ে যাওয়ার পর সিলেটের স্থানীয় সংবাদপত্রের প্রকাশনাও স্থগিত হয়ে গেল।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকরা সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার থেকে তারা স্থানীয় সব পত্রিকার প্রকাশনা স্থগিত রাখবেন।
মঙ্গলবার রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহন বন্ধ থাকায় এবং “পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
থানীয় দৈনিকগুলোর সম্পাদকরা মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
সিলেট থেকে মোট ১৩টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছিল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব পত্রিকার প্রকাশনাই স্থগিত থাকবে।
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেন, “আমরা বৈঠক করে এই সিদ্ধান্তটা নিয়েছি। পত্রিকা ছাপানো বন্ধ থাকলেও যাদের অনলাইন সংস্করণ আছে, তা সীমিত আকারে চালু রাখা হবে।”