স্টাফ রিপোর্টার::
করোনোভাইরাস মোকাবেেোয় পৌর শহরসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এর উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী তরুণদের নিয়ে ১০ টি স্বেচ্ছাসেবক টিম এর সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায়, ও পয়েন্টে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু , বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, মানবতার কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল, শামসুর রহমান শুভ, আহমেদ ফাহিমসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।