স্টাফ রিপোর্টার::
নভেল করোনা ভাইরাসের সক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরে পানি ছিটিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সুনামগঞ্জ পৌরসভা। এসময় জীবানমুক্ত স্প্রে ছিটায় স্বেচ্ছাসেবকরাও। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই কাজ শুরু হয়েছে।
পৌরসভার মেয়র নাদের বখ্তসহ স্বেচ্ছাসেবীরা সামাজিক দুরত্ব বজায় রেখে দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত শহরের কাজীর পয়েন্ট, বক পয়েন্ট, আলফাত স্কয়ার এলাকায় পানি ছিটানোর কাজ করেন। এসময় পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, হোসেন আহমদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসে জানিয়েছে, পৌরসভার সাথে সমন্বয় করে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিয়মিত এই জীবাণুমুক্তকরণ কর্মসূচি চলবে।
পৌর মেয়র নাদের বখ্ত জানিয়েছেন, পৌর এলাকাজুড়ে এই কার্যক্রম চালানো হবে। নভেল করোনা ভাইরাসের সক্রমণ রোধে পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।