তাহিরপুর প্রতিনিধি:
গরু কর্তৃক খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে একজন কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামে। নিহতের নাম মোহাম্মদ আবু হানিফ (৩২) । এক সন্তানের পিতা আবু হানিফ গ্রামের মৃত নেকবর আলী শিকদারের ছেলে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথেই মধ্য রাতে সে মারা যায়।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের ‘জলার’ হাওরের জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে পাশের বাড়ির লোকদের সাথে ঝগড়া হয় আবু হানিফের। এ সময় মারামারিতে দেশিয় অস্ত্রের আঘাতে আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার সময় রাত ১২ ঘটিকার সময় পথেই মারা যায় আবু হানিফ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।