স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সব উপজেলায় পৌঁছে গেছে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা উপজেলা প্রশাসনের সহায়তায় জনগণকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজও করছেন। সেনাবাহিনী মাঠে পৌঁছে কাজ শুরু করায় স্বস্তি এসেছে সচেতন মানুষদের মধ্যে।
জানা গেছে সেনাবাহিনী জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ শহর, হাটবাজার ও জনসমাগম হয় এমন স্থানেই টহল দিচ্ছে। কেউ সংঘবদ্ধভাবে বের হলে তাদের বুঝিয়ে নিরাপদ দূরত্ব রেখে চলাফেরার আহ্বান জানাচ্ছেন।