স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমকোয়ারেন্টাইনে থাকা ১৭১জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন ছাড়ার ছাড়পত্র পেয়েছেন। এখন তারা স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে অবস্থান করতে পারছেন। তবে এখনো ৫২৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার হোমকোয়ারেন্টাইনে থাকা ১৬জন প্রবাসী, দোয়ারাবাজারে ৩ জন, বিশ্বম্ভরপুরের ৮জন, তাহিরপুরের ১৬জন, জামালগঞ্জের ৬জন, দিরাইয়ে ২৮জন, ধর্মপাশায় ৩ জন, ছাতকে ৭৯জন, জগন্নাথপুরে ১৭০জন, দক্ষিণ সুনামগঞ্জে ৪১জন এবং শাল্লায় ৭জন হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত পেয়ে পরবিারের সঙ্গে স্বাভাবিকভাবে অবস্থান করছেন।