স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড ও হাসপাতালের অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসক তাকে সংরক্ষিত এলাকা ঘুরিয়ে দেখান। শনিবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এ. এস. এম আব্দুল মোমেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, আবাসিক মেডিকেল অফিষার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন।