স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশও প্রচারণা চালাচ্ছে। শনিবার দুপুরে র্যাব-৯ সুনামগঞ্জের একটি টহল দল শহরে এ বিষয়ে মাইকিং প্রচারণার মাধ্যমে জনগণকে আহ্বান জানিয়েছে। ভিড় এড়িয়ে নিরাপদে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে। তাছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ও রাস্তায় প্রচারণায় চালান র্যাবের সদস্যরা।
র্যাবের সুনামগঞ্জের অধিনায়কের নেতৃত্বে গাড়িবহর করে প্রতিটি গাড়ি নির্ধারিত দূরত্বে অবস্থান করে প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে করোনা নিবয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তারা।
ঘরে থেকে সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা করতে হবে বলে র্যাব জনগণের এই উদ্দেশ্যে প্রচারণা চালায়।