সাজ্জাদ হোসেন শাহ্,: তাহিরপুর উপজেলায় গোল বৃত্তের মধ্যে দাড়িয়ে দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মানবিক সহায়তায় বরাদ্ধের চাল,ডাল ও আলু বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সদর ইউনিয়ন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের অতিদরিদ্্র দিনমজুর কর্মহীন বেকার জনগণের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি মসুর ডাল ও ১টি লাইফবয় সাবান বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস, ইউপি সদস্য বিলাল আমিন, হুমায়ুন কবীর, প্রমূখ। ।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানিয়েছেন, উপজেলায় মোট ১হাজার পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে, আজ প্রথম দিন ১৪০টি পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দুদিনে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে এ কার্যক্রম চালু হবে।