স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরতর আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বীরগাও গ্রামের খালপড়ার এলাকার আমির উদ্দিন ও নায়েব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বুধবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের আতœীয়-স্বজনরা দেশীয় অস্ত্রশশনস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।