স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ৪০০ শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গৌরবের মুক্তিযুদ্ধ। সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সামনে বিতরণ কার্যক্রমের আনষ্ঠনিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জনসমাগম এড়িয়ে সোমবার সন্ধ্যায় হতদরিদ্র পরিবারগুলোর বাড়িতে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, লবন, তেল, চিড়া এবং সাবন। এতে সহযোগিতা করেন উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, জেলা ছাত্রইউনিয়ন এবং জেলা যুব ইউনিয়নের নেতা কর্মীরা।
করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এসব দিক বিবেচনা করে নিম্ন আয়ের মানুষকে সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে গৌরবের মুক্তিযুদ্ধ।
সোমবার দুপুরে বিতরণ কার্যক্রম চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শরীফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিতরণের জন্য প্যাকেটিং কার্যক্রম পরিদর্শন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও বিতরণ কার্যক্রমে অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন সহ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, জেলা ছাত্র ইউনিয়ন এবং জেলা যুব ইউনিয়নের নেতৃবৃন্দ।
উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানালেন, সুনামগঞ্জ পৌর শহরকে ১৫ টি জোনে বিভক্ত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জনসমাগম এড়িয়ে ৪০০ অসহায় পরিবারের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ভাইরাসের হাত থেকে রক্ষার্থে ও স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
গৌরবের মুক্তিয্দ্ধু’র সভাপতি শীলা রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, সংকটকালে শ্রমজীবী মানুষের পাশে থাকবে গৌরবের মুক্তিযুদ্ধ।