স্টাফ রিপোর্টার::
সোমবার সর্দি-কাশি ও জ্বরসহ শ্বাসকষ্ঠে সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ার এক নারীর মৃত্যুর পর এবং তার স্বামীকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানোর পর ওই বাসায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। ওই বাসায় প্রতিবেশি কাউকে যেতে দেওয়া হয়নি এবং বাসার কাউকেও বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা।
তবে সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেছেন, ওই নারী পুরনো শাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভোগছিলেন। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কতার জন্য বাসার সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, সতর্কতার জন্য আমরা ওই বাসাটিকে নজরদারিতে রেখেছি। এতে জনগণকে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই।