ভ্রাম্যমাণ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়নের ফেনারবাক ও শান্তিপুর গ্রামে পৃথক পৃথক ভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও গেইন সংস্থার সহযোগীতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্ত লবণ বিষয়ক র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন মিয়া। সঞ্চালনায় দি হাঙ্গার প্রজেক্ট’র উজ্জীবক নবাব মিয়া তালুকদার। বিশেষ অতিথি শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদ হোসেন, সেজু আক্তার, সাজে আলম, সফি উদ্দিন তালুকদার, ইউসুফ আলী, হাছান বশরী, গৃহীনী জোসনা আক্তার, সায়েনা আক্তার, সাহেদা বেগম, গোলবাহার, নুর জাহান, হোসেনা বেগম প্রমুখ।