বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে হোম কোয়ারেন্টেইনে থাকা এক প্রবাসী বুক ও পেটে ব্যাথায় মারা গেছেন বৃহষ্পকিবার সকালে। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের জয়নাল আবেদীন নামের ওই প্রবাসী গত ১৮ মার্চ উমান থেকে দেশে কোয়ারেন্টিনে ছিলেন। নিহত প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন কী-না, যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এ দিকে এ নিয়ে প্রশ্ন ওঠায় জেলা প্রশাসন ওই গ্রাম লকডাউন করার নির্দেশনা দিয়েছে। কঠোরতা মেনে প্রবাসীর লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসীর আতœীয় ইউপি সদস্য সাব্বির মিয়া বলেন, সকালে ওই ব্যক্তির ভীষণ পেট ও বুক ব্যথা দেখা দেয়। তার কোন সর্দি, জ্বর, কাশি বা শাসকষ্ট ছিলনা। তবে তার পুরনো পেটের পীড়া অসুখ ছিল। আজও সেই অসুখ দেখা দিলে আমরা তাকে কবিরাজ ও স্থানীয় চিকিৎকের ওষুধ খাওয়াই। হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতির সময় সাড়ে ৭টায় মারা যায়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রবাসী যেতেতু কোয়ারেন্টাইনে মারা গেছেন তাই সচেতনতার জন্য তার পাড়া ও আশপাশের পাড়া লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে কিট এনে কভিড-১৯ এর পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।