স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাসের কারনে দিন মজুর খেটে খাওয়া মানুষ গুলোর যখন কাজ বন্ধ,বাড়ীতেই থাকতে হচ্ছে তাদেরকে, পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে কষ্ট তাদের।
এমন পরিবার গুলোর কথা চিন্তা করেই রাতের বেলায় ছুঠে যান, খোজ খবর নেন ও সাধ্যমত ত্রান তুলে দিচ্ছেন জামালগঞ্জের তরুণ প্রজন্মের প্রতিনিধি অাগামীর নেতৃত্ব, সাবেক ছাত্র নেতা, সুনামগঞ্জ জেলা অাওয়ামী স্বেচ্ছা সেবক লীগের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক অাকবর হোসেন।
গত তিনদিন ধরেই ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি ব্যক্তিগত উদ্দ্যোগেই রাত দশটার পর থেকেই কজন সঙ্গী নিয়ে প্রতিটি পরিবারের জন্য চাল,ডাল,তৈল,অালু একটি করে ব্যাগে নিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন।
গেলো উপজেলা নির্বাচনের পর থেকেই নিয়মিত ভাবে উপজেলাবাসীর যে কোন কর্মক্ষেত্রেই ভুমিকা রাখছেন ও গেলো বন্যায়ও নিয়মিত ভাবে ব্যক্তিগত ভাবে ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ত্রান দেওয়ার সময় ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক অামান উল্লাহ অামান,ঢাকা তিতুমীী কলেজ ছাত্রলীগ নেতা ও দক্ষিণ কামলাবাজ গ্রামের সন্তান টিপু সুলতান,সহ গ্রামের তরুন ও ছাত্রগন উপস্থিত ছিলেন।