হাওর ডেস্ক::
সুনামগঞ্জের অনেক রাজনীতিবিদ যেখানে ঘরে বসে দিন কাটাচ্ছেন সেখানে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ত্রাণ নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটছেন। গত ১৫ দিন ধরেই তিনি সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুরে করোনা প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধ্যমত সহযোগিতাও করছেন।
শনিবার (৪ এপ্রিল) তিনি সদর উপজেলার বেতগঞ্জ বাজারে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন। বেতগঞ্জ বাজার স্কুল আঙিনায় ২০০ অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছলি মোল্লা মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আলী, আ.লীগ নেতা সম্পাদক সুভাষ চন্দ্র দাস প্রমুখ।জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, অসহায় মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত, আমাদের দলের নেতাকর্মীরাও তাদের পাশে দাঁড়াচ্ছে। আমি নিজেও ঘরে বসে না থেকে অসহায় মানুষের খোঁজ খবর নিচ্ছি, তাদের সাধ্যমত সহায়তার চেষ্টা করছি।