স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাক্তিগত তহবিল থেকে ত্রাণ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মাঠেই শত শত লোকের জমায়েত ঘটেছে। রবিবার সকাল থেকেই তারা গাদাগাদি করে ত্রাণের জন্য দাড়িয়ে বসে আছেন। প্রশাসনের নাকের ডগায় এমন জমায়েত করে ত্রাণ দেওয়া হলেও প্রশাসন নীরব। প্রশাসনিক নির্দেশনা অমান্য করে প্রশাসনের সামনেই এমন জমায়েতে বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মানুষজন। তাছাড়া এই ত্রাণের জন্য আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি