তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে রোববার বিকেল সাড়ে পাঁচটার পর দোকান খোলা রাখার দায়ে ৭দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসানের সহযোগীতায় বাজারের পানের দোকান, সেলুন, কসমেটিক্সসহ ৭টি দোকানীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৫হাজার, ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।