স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনাভাইরাস সন্দেহে আরো ২৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যবিভাগ। তবে আগে পাঠানো নমুনার রেজাল্ট এখনো আসেনি। কাল পরশু এই রেজাল্ট আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। এ নিয়ে জেলায় ১১০ জনের কোভিড-৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিটি উপজেলা থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তবে এর আগে দুই দফা ঢাকায় নমুনা সংগ্রহ পাঠানো হলেও আজ ৭ এপ্রিল মঙ্গলবার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতাল করোনা ল্যাবে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, এ পর্যন্ত ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পূর্বে পাঠানো নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। দু’একদিনের মধ্যেই পাওয়া যাবে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের সর্দি-কাশি-জ্বরসহ শাসকষ্ট রয়েছে বলে জানান তিনি।