আরিফ বাদশা, জামালগঞ্জঃ
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি ক্রিড়া প্রতিযোগিতা এবং আনন্দ শিশু কানন বিদ্যালয়ের উদ্বোধন করেন।
পরে বেলা ১ টা থেকে বিকাল পর্যন্ত দুদিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ ঘটিকায় পুরষ্কার বিতরণির মধ্যে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
খেলাগুলো পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আক্তার হোসেন, সিনিয়র শিক্ষক মুকুল দে, প্রভাকর মজুমদার, অরুপ নারায়ন তালুকদার, হোসনে আরা পেয়ারা, সাকেরা বেগম, অপূর্ব রায়, মেহেরুন মিয়া, সুজল পাল, আনোয়ার হোসেন, চয়ন পাল, আজাদ আল মামুন প্রমুখ।