স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা সদর হাসপাতালসহ ১১ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। বুধবার জেলার সব উপজেলার হাসপাতালের জন্য ৭৫ টি করোনা পরীক্ষাকরণ কীট, ১১০ টি পিপিই, ৩ হাজার সার্জিকেল মাস্ক, ৩৫ টি সার্জিকেল চশমা ও ৬ টি ডিজিটাল থার্মোমিটার প্রদান করেন তিনি। এর আগে জেলা সদর হাসপাতাল, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি।
সকাল সাড়ে ১০ টায় মন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত সহকারি হাসনাত হোসাইন এই সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ গোলদার, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি শামস শামীম প্রমুখ।