সাজ্জাদ হোসেন শাহ্, :
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাচুড়া গ্রামে বুধবার দুপুরে গার্মেন্টস ফেরত তিন পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তিন পরিবারকে লকডাউন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা তিনটি পরিবার হলো, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে আলবাব আলী, আনোয়ারপুর গ্রামের রাকিব আলী ও তার ছেলে ছুরত আলী এবং একই গ্রামের রতিন্দ্র দাসের স্ত্রীর পরিবার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনকৃত তিনটি পরিবার নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে পোষাক কর্মী হিসাবে কাজ করতো। গত দুইদিন আগে তারা বাড়িতে আসে। বিষয়টি তাহিরপুর উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকাসহ তিন পরিবারকে লকডাউন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাজধানী ঢাকার নারায়নগঞ্জের গার্মেন্টস ফেরত পোষাক কর্মীদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকাসহ তিনটি পরিবার লকডাউন করা হয়েছে।