বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ ব্যাডমিন্টন পরিবার সুনামগঞ্জের সোনাপুর বেদেপল্লীর অসহায় ১০০টি পরিবারকে ওষুধ, ওরস্যালাইনসহ ৯টি পদের খাদ্য সহায়তা দিয়েছে। এই খাবারে প্রতিটি পরিবারের ১৫দিনের আহারের সংস্থান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহষ্পতিবার বিকেলে ‘মানবসেবায় ব্যাডমিন্টন পরিবার’ ব্যানারে নৌকাযোগে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংগঠনের সংশ্লিষ্টরা অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। বাংলাদেশের ব্যাডমিন্টন প্লেয়ার্স ও জাতীয় আন্তর্জাতিক আম্পায়ার্স এর সহযোগিতায় এই খাদ্য ও ওষুধ সহায়তা বেদেপল্লীর হতদরিদ্রদের মধ্যে তুলে দেওয়া হয়।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া সাহেববাড়ি ঘাট থেকে নৌকা করে ত্রাণ নিয়ে সোনাপুর বেদেপল্লীতে ছুটেন সুনামগঞ্জের জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ আম্মার, মৌলভীবাজারের ব্যাডমিন্টন প্লেয়ার ইদ্রিস ও জাবেদ আহমদ। তারা বেদে পল্লীর পরিবারগুলোর হাতে ১৫ দিনের খাবারের প্যাকেট একে একে তুলে দেন। বেদে পল্লীর দলিত লোকজনও সামাজিক দূরত্ব মেনে খাদ্য সহায়তা গ্রহণ করেন।
সুনামগঞ্জের ব্যাডমিন্টন প্লেয়ার ও খাদ্য সহায়তার উদ্যেক্তা মোহাম্মদ আম্মার বলেন, আমাদের ব্যাডমিন্ট প্লেয়ার ও আম্পায়ারদের উদ্যোগে করোনাকালে অসহায় মানুষদের সহায়তার জন্য একটি উদ্যোগ নিয়েছি। আজ সমাজের সবচেয়ে পিছিয়েপড়া অসহায় মানুষকে সহযোগিতা করতে পেরে খুব ভালো লাগছে। এই বেদে পরিবাগুলো অবরুদ্ধ সময়ে বাড়িতে অসহায় হয়ে বসে আছে। ত্রাণ সহায়তা পেয়ে তারাও আনন্দিত হয়েছেন।