স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার থানা ভবন সংলগ্ন গ্রাম তেঘরিয়া স্বেচ্ছায় লকডাউন করেছে ওই গ্রামের যুবসমাজ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে গ্রামের দুই দিকের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তারা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে গ্রামে না আসে অনুরোধ জানানো হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে আসা যাওয়ার সময় প্রবেশপথে বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজারে হাত ধোয়ারও ব্যবস্থা রেখেছেন তারা।
গ্রামের যুবকরা জানান, কিছু লোক অপ্রয়োজনে এই গ্রামে অবাধে চলাফেরা করছে। বহিরাগতরাও চলাফেরা করছে অবাধে। এই অবস্থায় করোান সংক্রমানে ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজ বৈঠক করে এ গ্রামকে লকডাউন ঘোষণা করেন। পাশাপাশি গ্রামের দুটি প্রবেশ পথে জীবানুনাশক রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে কাউকে গ্রামে প্রবেশ করতে হলে তাকে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হচ্ছে।
কথা হলে তেঘরিয়া গ্রামের স্কুল শিক্ষক সমীরন বলেন, সারাদেশেই লকডাউন করা উচিত। কারণ করোনা আমাদের জন্য মহামারি হয়ে দেখা দিয়েছে। যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতে অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তাই আমাদের গ্রামবাসীর মঙ্গলের কথা চিন্তা করেই গ্রামটি লকডাউন করেছেন যুবকেরা।