স্টাফ রিপোর্টার::
করোনা (কোভিড -১৯)’র থাবায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নিজ দেশের ক্রান্তি লগ্নে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের বেতনের টাকায় কেনা খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন নি¤œ আয়ের মানুষজনের পাশে।,
থানার ওসি সহ সকল অফিসার ও কনষ্টেবল নিজ নিজ বেতনের টাকা সংগ্রহের মাধ্যমে এ খাদ্য সহায়তা তুলে দিলেন নি¤œ আয়ের পরিবারের মানুষজনের হাতে।,
বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান সহকর্মীদের নিয়ে থানা ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে থানা এলাকার সুবিধাবঞ্চিত নি¤œ আয়ের ৫০টি পরিবারের সদস্যদের চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন, সাবান সহ খাদ্য সহায়তার ব্যাগ তুলে দেন।,
এ সময় থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম,এসআই দীপংকর বিশ্বাস,এসআই শংকর দাস, এসআই জহুর লাল দও, এসআই মণিতোষ পাল,এএসআই নজরুল ইসলাম,রাজু কুমার বিশ্বাস, কনষ্টেবল শিপু আহমেদ, আব্দুর রশীদ প্রমুখ।